শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

রংপুর মেডিকেলে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন!

রংপুর মেডিকেলে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন!

চিকিৎসাধীন রোগীর ওষুধ ও জিনিসপত্র চুরি ঠেকাতে পারছে না রংপুর মেডিকেল কর্তৃপক্ষ। দিনে ও রাতে চুরির ঘটনা ঘটছে। ওষুধ ও জিনিসপত্র নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগী ও তাদের স্বজনরা। গত ১৫ দিনে হাসপাতালের ৪০টি ওয়ার্ডে ৫০টি চুরির ঘটনা ঘটলেও কাউকেই আটক করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ করার পরও চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযোগ উঠেছে, হাসপাতালের একশ্রেণির কর্মচারির সহযোগিতায় বহিরাগত বখাটেরা এই চুরির সঙ্গে জড়িত। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল কাদের খান বলেন, চোরদের দাপটে শুধু রোগী-স্বজনদের নিরাপত্তাই বিঘি্নত হচ্ছে না, চিকিৎসকরাও জিম্মি। তবে কর্মচারি সমিতি, চিকিৎসক, নার্স এবং ওয়ার্ডবয়দের সহায়তায় সেপ্টেম্বর মাসে ১০ চোরকে আটক করে পুলিশে দেওয়ার পর চুরি অনেকটাই কমেছে।

অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের কর্মচারী পরিচয়ে এলাকার বখাটে তরুণ ও যুবকরা ওয়ার্ডে ঢুকে পড়েন। ঘুমন্ত রোগী টয়লেটে গেলে তাদের ওষুধ ও জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এই চোরদের অনেকেই মাদকাসক্ত। মেডিসিন ওয়ার্ডের রোগী আবুল কাশেম বলেন, বুধবার বিকালে তার ছেলে খাবার আনতে বাইরে যাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন। আধাঘণ্টা পর তার ছেলে এসে দেখেন ৯০০ টাকার কেনা ওষুধ কে বা কারা চুরি করে নিয়ে গেছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর