শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতির দাবি

হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতির দাবি

ফাইল ছবি

হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন ও সংবিধানে সংযোজন করার দাবি জানিয়েছেন হিজড়া সম্প্রদায়। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত বছরের ১০ই নভেম্বর বাংলাদেশ সরকার তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পরবর্তী কোন কার্যক্রম লক্ষ্য করা যায়নি। সরকারের পরিপূর্ণ দৃষ্টির আশা ব্যক্ত করে বক্তারা তাদের বিষয়ে সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

আর সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের বিশেষ এই দিনটিকে স্মরণ ও উদযাপন করার লক্ষ্যে ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী ঢাকাসহ সারা দেশে হিজড়া প্রাইড-২০১৪ পালনের ঘোষনা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৪/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর