শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
বাজার দর

মাছের দাম চড়া

মাছের দাম চড়া

রাজধানীর নিত্যপণ্যের বাজারে শীতের সবজির আগমন ঘটেছে। সাত দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। মাছের দাম এখনো চড়া। চলতি সপ্তাহেও চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে। গতকাল রাজধানীর বারিধারা ও মিরপুর বাজার ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। গতকাল সকালে মিরপুর কাঁচাবাজারের ব্যবসায়ী আবদুল আউয়াল খোকন জানান, শীতকালীন সবজির সরবরাহ কিছুটা বেড়েছে। দামও স্বাভাবিক। তবে মাছের দাম কিছুটা চড়া। বাজার ঘুরে দেখা যায়, বেগুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। প্রতি পিস ফুল ও পাতাকপি বিক্রি হয়েছে ২৫ টাকায়। এ ছাড়া আলু ২২ টাকা, ঢেঁড়স ৩২, বরবটি ৪০, পেঁপে ২০, শসা ২৫, কচুমুখি ৪৫ টাকায় বিক্রি হয়। মানভেদে মুলা প্রতিকেজি ৩০ থেকে ৩২ টাকা, চিচিঙ্গা ৩৫, করল্লা ৪০, পটোল ৩৫, গাজর ৫০, পিয়াজ (দেশি) ৩৮, ভারতীয় পিয়াজ ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, বারিধারা কাঁচাবাজারে মিজানুর রহমান মিঠু নামে এক ক্রেতা আক্ষেপের সঙ্গে বলেন, সবজির সরবরাহ বাড়লেও দাম সেভাবে কমেনি। তবে শিম ও কাঁচামরিচের দাম প্রায় একই রকম আছে। এ ছাড়া কয়েক ধরনের শাক বাজারে দেখা গেছে। এসবের মধ্যে লালশাক, পুঁইশাক, ডাটা, লাউ ও পালং শাক অন্যতম। প্রতি অাঁটি শাক ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি কাঁচামরিচ ৭৫ থেকে ৮০ টাকা ও শিম ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

সর্বশেষ খবর