শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ঝাড়ু হাতে পুলিশ কর্তারা পরিচ্ছন্নতা অভিযানে

ঝাড়ু হাতে পুলিশ কর্তারা পরিচ্ছন্নতা অভিযানে

বন্দুক ছেড়ে এবার ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অধস্তনরা। এতে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডলসহ পুলিশের প্রায় এক হাজার সদস্য অংশ নেন। গতকাল সকালে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল।

জানা যায়, পুলিশের পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন থানা, ডিবি, এসবি ও ট্রাফিকের প্রায় এক হাজার সদস্য অংশ নেন। প্রথম দিন জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ, মোহাম্মদ আলী সড়কের প্রবেশ মুখ থেকে ইস্পাহানি মোড়, কাজীর দেউড়ি হয়ে আলমাস সিনেমা হল পর্যন্ত সড়ক ও ফুটপাতের ময়লা পরিষ্কার করা হয়। এভাবে প্রতি শুক্রবার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করবে সিএমপি।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. হাছান চৌধুরী বলেন, পরিচ্ছন্নতা অভিযানে সড়কের ময়লা পরিষ্কার ও ঝাড়ু দেওয়ার পাশাপাশি নির্ধারিত স্থানে ময়লা ফেলার ব্যাপারে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছি। সপ্তাহে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে সিএমপি।

 

 

সর্বশেষ খবর