শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ভুয়া সনদধারীদের কারণে ঝুঁকিতে মেরিন ক্যাডেটরা

দেশের সমুদ্রগামী জাহাজের অফিসার ক্যাডেট প্রশিক্ষণের রাষ্ট্রীয় একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমির সিনিয়র-জুনিয়র প্রায় ৯০০ ক্যাডেটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অসাধু কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির অপকর্মের কারণে খেসারত দিচ্ছেন প্রশিক্ষিত মেরিন ক্যাডেটরা। জানা যায়, বর্তমানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে প্রতিনিয়ত বাড়ছে প্রশিক্ষিত ক্যাডেটের সংখ্যা। মেরিন একাডেমি ছাড়াও বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় ১৭টি প্রতিষ্ঠান। কিন্তু এসব প্রশিক্ষিত ক্যাডেটদের জন্য নেই প্রয়োজনীয় কর্মসংস্থান। এ ছাড়া প্রতিনিয়ত কমছে দেশীয় জাহাজের সংখ্যা। বর্তমানে দেশীয় জাহাজ আছে মাত্র ৪৪টি। অভিযোগ রয়েছে, কিছু অসাধু এজেন্সি কন্টিনিউসাস ডিসচার্জ সার্টিফিকেট (সিডিসি) ও সার্টিফিকেট অব কম্পিটেন্সি (সিওসি) দিচ্ছে। প্রশিক্ষণহীন এসব ক্যাডেটদের পরবর্তীতে বিদেশি জাহাজে নাবিক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু বিদেশিদের কাছে ভুয়া সনদ ধরা পড়লে তারা বাংলাদেশি নাবিক নিয়োগ বন্ধ করে দেয়। এঙ্ ক্যাডেট অব বাংলাদেশ মেরিন একাডেমির মুখপাত্র ইমরান ওয়াহিদ ইমন বলেন, আমাদের সামনে এখন অন্ধকার ছাড়া কিছু নেই। আমরা কঠোর পরিশ্রম ও চেষ্টা করে যে সার্টিফিকেট অর্জন করেছি, এখন নগরীর বিভিন্ন এলাকায় সেই সার্টিফিকেট বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, সেই ভুয়া সার্টিফিকেট নিয়ে তারা বিদেশি জাহাজে চাকরি নেয়।

সর্বশেষ খবর