বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

আলালসহ যুবদলের ৬ নেতা কারাগারে

আলালসহ যুবদলের ৬ নেতা কারাগারে

হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনটির ছয় নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামন নূর কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত রবিবার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।

এ মামলায় মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়া অন্যরা হলেন— যুবদলের সাইদুর রহমান (৪০), জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৩৮), কামরুল ইসলাম (৪৬), আবুল কালাম আজাদ (৫১) ও রুবেল হাওলাদার (১৯)।

প্রসঙ্গত, হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার সকালে মোহাম্মদপুরে মোয়াজ্জেম হোসেন আলালের বাসার গ্রাউন্ড ফ্লোর থেকে সংগঠনটির ৬৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে শনিবার রাতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদার বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

বিডি-প্র্র্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর