শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

এশিয়ার ৯ম \\\'নিকৃষ্ট\\\' বিমানবন্দর শাহজালাল

এশিয়ার ৯ম \\\'নিকৃষ্ট\\\' বিমানবন্দর শাহজালাল

এশিয়ার নিকৃষ্ট বিমানবন্দরগুলোর মধ্যে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর নবম স্থানে রয়েছে! সম্প্রতি স্লিপিং ইন এয়ারপোর্টস নামে একটি বেসরকারি ট্রাভেল সাইট এ তথ্য জানিয়েছে।

ইমিগ্রেশন পদ্ধতিতে জটিলতা, ফ্লাইটের শিডিউল বিপর্যয়, নিরাপত্তা ও বিমানবন্দর কর্মীদের দুর্নীতি, বাজে সিট, হট্টগোল, অব্যবস্থাপনাসহ যাবতীয় কারণে শাহজালালকে নিকৃষ্টের তালিকায় রাখা হয়েছে।

সাইটটি বিশ্বের উৎকৃষ্ট ও নিকৃষ্ট বিমানবন্দরগুলোর বিষয়ে জরিপ চালায়। বিভিন্ন দেশের যাত্রীরা এতে ভোট দেন। তাদের ভোটের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়।

এশিয়া এবং বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বিমানবন্দরের স্থানটি পেয়েছে পাকিস্তানের ইসলামাবাদ বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর।

বিডি-প্র্র্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর