শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বসুন্ধরায় হচ্ছে দেশের সর্ববৃহৎ ১০ তলা মসজিদ

বসুন্ধরায় হচ্ছে দেশের সর্ববৃহৎ ১০ তলা মসজিদ

দেশের সব চেয়ে বড় মসজিদ নির্মাণ করছে শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপস্থিতিতে আজ বাদ জুমা বসুন্ধরা আবাসিক এলাকার ‘এন’ ব্লকে এই মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

বসুন্ধরা আবাসিক এলাকার ২৫০১/এ প্লটে নির্মিতব্য মসজিদটির নাম হবে ‘বসুন্ধরা কেন্দ্রীয় মসজিদ’। এর নির্মাণ কাজের উদ্বোধন করেন বসুন্ধরা ইসলামিক রিসার্স সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুর রহমান।

সাড়ে তিন বিঘা জমির উপর ১০ তলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে ৫০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। ওজুখানাসহ মসজিদের সবরকম সুবিধা থাকবে এখানে। উন্নতমানের টাইলস এই মসজিদের শোভা বাড়িয়ে দেবে অনেকখানি। মসজিদে থাকবে ১২০ ফুট উচ্চতার একটি সুদৃশ্য মিনার, যা তৈরি হবে কষ্টিক পাথর দিয়ে।

মসজিদটির নির্মাণ কাজের বাস্তবায়ন করছে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েষ্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (ইডব্লিউপিডি)

বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর