শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

পাঁচ ঘণ্টা পর এনটিভির সম্প্রচার শুরু

পাঁচ ঘণ্টা পর এনটিভির সম্প্রচার শুরু

রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে আগুনের ঘটনায় আজ শুক্রবার দুপুর পৌনে ১টা থেকে সাময়িক বন্ধ থাকা এনটিভির সম্প্রচার পুনরায় বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হয়েছে। তবে আরটিভির সম্প্রচার এখনও বন্ধ রয়েছে।

বিএসইসি ভবনের ১১ তলায় আমার দেশ পত্রিকা অফিসের স্টোররুমে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে দুপুর পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির ৬ ও ৭ তলায় আরটিভি ও এনটিভির কার্যালয়। অগ্নিকাণ্ডের পর দুপুর পৌনে একটা পর্যন্ত এনটিভির সম্প্রচার সচল ছিল। এরপর সম্প্রচার বন্ধ হয়ে যায়। অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে আরটিভির সম্প্রচার বন্ধ হয়। আগুন লাগার পরপরই ভবনের ভেতরের লোকজন নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে।

বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর