শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সরকারের নির্দেশেই বিএসইসি ভবনে আগুন: রিজভী

সরকারের নির্দেশেই বিএসইসি ভবনে আগুন: রিজভী

সরকারের নির্দেশেই তার এজেন্টরা সুপরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় বিএসইসি ভবনে অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘কাওরান বাজার বিএসইসি ভবনে আমার দেশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা সরকারের সুপরিকল্পিত চক্রান্তেরই অংশ। অত্যন্ত ঠাণ্ডা মাথায় তা করা হয়েছে। দীর্ঘদিন ধরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় কারাগারে আটক রাখার পরও কাবু করতে না পেরে মানুষিক ও অর্থনৈতিকভাবে বিপর্যন্ত করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএসইসি ভবন মালিকের সঙ্গে আমার দেশ কর্তৃপক্ষের যে লেনদেন ছিল তা সম্পন্ন করে আজই অফিসটি অন্যত্র শিফট করার কথা ছিল। কিন্তু আজকে যে অগ্নিকাণ্ড ঘটানো হলো তা বিরোধী দলের উপর ধারাবাহিক নির্যাতন-নিপীরণ, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিরোধীদের নিশ্চিহ্ন করার যে নীল নকশা তারই অংশ।’

বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৪/মাহবুব
 

সর্বশেষ খবর