শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

অকার্যকর রংপুর নগর ছাত্রলীগ

এক মাসের মধ্যে রংপুর মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলেও এক বছরে তা করা সম্ভব হয়নি। কমিটি হয়নি নগরীর ৩৩টি ওয়ার্ডে। নগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে সভা করারও উদ্যোগ নেই। ফলে নেতা-কর্মীরাও দলীয় কার্যালয়বিমুখ হয়ে পড়েছেন। সব কিছু মিলে অকার্যকর হয়ে পড়েছে সংগঠনটি। এ অবস্থায় বর্তমান কমিটি বাতিল করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে কমিটির ভেতর থেকেই। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এস এম বদিউজ্জামান সোহাগ বলেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আশীর্বাদপুষ্ট পাঁচ নেতাকে মহানগর ছাত্রলীগের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা উদ্দেশ্য সফল করতে পারেননি। দুর্বল নেতৃত্ব দিয়ে সংগঠন চলে না। শীঘ্রই মহানগর ছাত্রলীগকে ঢেলে সাজানো হবে।

দলীয় সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন হওয়ার পর ২০১২ সালে রংপুর শহর শাখা ছাত্রলীগ বিলুপ্ত করে মহানগর শাখা ঘোষণা করা হয়। তখন থেকে কোনো কমিটি ছিল না। গত বছরের ২৯ অক্টোবর কেন্দ্র থেকে মহানগর কমিটির মধ্যে সভাপতি ইউনুছ আলী, সহসভাপতি মওদুদ আহমেদ ও সোহেল রানা ইমন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং যুগ্ম-সম্পাদক হিসেবে শেখ আসিফ হোসেনের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর