শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

শাহবাগে ফুলের দোকান উচ্ছেদ

শাহবাগে ফুলের দোকান উচ্ছেদ

রাজধানীর শাহবাগে বহুদিন ধরে ফুটপাত দখল করে স্থাপিত ফুলের দোকানগুলো উচ্ছেদ করেছে ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশন। আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশের সহযোগিতা নিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন বলেন, “পরিষ্কার পরিচ্ছন্নতা ও এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের স্বার্থে সিটি কর্পোরেশন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। পুলিশ আইনি সহায়তা দিয়েছে।”

এদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, উচ্ছেদের আগে তাদের সময় না দেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ফুল ব্যবসায়ী আবুল কালাম বলেন, “আগে থেকে কোনো নোটিস ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হয়। ৩০ বছরের মধ্যে এ রকম উচ্ছেদ দেখি নাই।” 

এদিকে, রোকেয়া বেগম ও রাজন নামে দুই ফুল বিক্রেতার দাবি, উচ্ছেদের মাত্র ১০ মিনিট আগে মাইকে ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের দোকান সরিয়ে নিতে বলা হয়েছিল।

তারা বলেন, বৈধতা না থাকলেও সিটি করপোরেশনের সঙ্গে এক ধরনের ‘বোঝাপড়ার’ মাধ্যমে তারা ব্যবসা চালিয়ে আসছিলেন। দোকানের আবর্জনা অপসারণ বাবদ প্রতি দোকান থেকে মাসে ৭৫০ টাকা করে করপোরেশনকে তারা দিয়ে আসছিলেন।

বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৪/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর