শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

শফিউল হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

শফিউল হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞাপনশিক্ষক শফিউল ইসলাম হত্যার প্রতিবাদের মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আজ শনিবার বেলা সাড়ে ১১টা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে রাজশাহী-মহাসড়কে এ মানববন্ধন করা হয়। এসময় শফিউল ইসলামের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মনববন্ধনে বক্তারা বলেন, ড. শফিউল হত্যাকাণ্ডের ৭দিন পার হলেও পুলিশ এখনো খুনীদের গ্রেফতার করতে পারেনি। তারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী শক্তিই শফিউল ইসলামকে হত্যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করার চেষ্টা করেছে।

তারা আরও বলেন, শফিউল ইসলাম মুক্তিযুদ্ধে পক্ষে প্রগতিশীল ও মুক্ত দর্শনের চর্চা করতেন। একারণে জামায়াত-শিবিরের দোসররা তাকে হত্যা করেছে। তাই তারা এখনই এ ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাবি শাখার সভাপতি ফারহানা সুলতানা সুমির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহ-সম্পাদক শাহিন আলম, রাবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান চঞ্চল, ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর সুলতান-উল-ইসলাম, আইন বিভাগের প্রফেসর হাসিবুল আলম প্রধান, ইতিহাস বিভাগের ড. চিত্তরঞ্জন মিশ্র, প্রাণিবিদ্যা বিভাগের আনন্দ কুমার সাহা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আবুল কাশেম।

উল্লেখ্য, গত ১৫ নবেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের পাশে চৌদ্দপাই এলাকায় রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর