রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

খুলনা রেলের তেল ডিপোতে আগুনের নেপথ্যে নাশকতা!

কাল শেষ হচ্ছে তদন্ত কাজ

খুলনা রেলওয়ে স্টেশনের ফুয়েল পাম্পে আগুনের ঘটনাটি নাশকতা! বৈদ্যুতিক শর্টসার্কিটে স্বয়ংক্রিয়ভাবে ফুয়েল পাম্পের সব যন্ত্র বন্ধ হয়ে যাবে এমন ব্যবস্থা থাকায় আগুন লাগার কোনো সুযোগ নেই। এমনটি দাবি করেছেন খুলনা রেলওয়ের বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌলশী খলিলুর রহমান। তিনি গতকাল মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'গত ১৭ নভেম্বর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফুয়েল ডিক্যান্টিন পাম্পে আগুন লাগেনি। ওভার লোড বা শর্টসার্কিট থেকে পাম্প রক্ষায় এখানে সার্কিট ব্রেকার ও অটোমেটিক স্টার ডেল্টা সিস্টেম চালু ছিল। ফলে শর্টসার্কিট হলেও সয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পাম্পটি বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। এতে স্পষ্টই কেউ পাম্পটিতে আগুন লাগিয়েছিল। এটাকে নাশকতাও বলা যেতে পারে।' এদিকে এই অগি্নকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তদন্ত আগামীকাল শেষ হচ্ছে। তবে গত ৫ দিনেও তদন্ত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে বৈঠকে মিলিত হতে পারেননি। অনুসন্ধানে জানা গেছে, ফুয়েল লোড-আনলোডের সময় পাম্পে ফুয়েল এসএসএই'র অধীনে দুজন খালাশি ও তিনজন এসএই'র দায়িত্ব পালন করার কথা। কিন্তু ঘটনার সময় পাম্পে ফুয়েল এসএসএইর সঙ্গে একজন মাত্র ফিটার ও একজন টিএলআর ছিলেন। আগুন লাগার সময় পাম্পের আশপাশে এদের কেউ ছিলেন না এবং পাম্প ঘরের দরজাও বন্ধ ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর