রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

পেট্রোল পাম্পে তেলের লরির আগুন নিয়ন্ত্রণে

পেট্রোল পাম্পে তেলের লরির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড়ে অবস্থিত একটি পেট্রোল পাম্পের তেলের লরিতে লাগা আগুন রাত ৮টার দিয়ে নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে ওই ফিলিং স্টেশনে তেলের লরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে।

এসময় দুর্ঘটনার আশঙ্কায় আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। পাশাপাশি আশপাশের সড়কেও সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান জানান, আটটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তেজগাঁও শিলাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘আগুন লাগার ঘটনার পরপরই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ছাড়া সামনের রাস্তার যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘লরি থেকে পাম্পে তেল আনলোডের সময় অসাবধানতাবশত এ আগুন লাগে। শুধু গাড়িতেই আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।’

বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৪/মাহবুব’

বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৪/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর