রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

জাবিতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত

জাবিতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফের ছাত্রলীগের এক পক্ষের উপর অন্য পক্ষের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ৪ ছাত্রলীগ (বহিষ্কৃত) নেতাকর্মী আহত হয়েছে।

আজ রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের শান্ত কুমার নাথ, এখতেখায়রুজ্জামান সঞ্চয়, কিশোর দাস ও ৪২তম ব্যাচের আদেল আল নোমান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের ৮-১০ নেতাকর্মী ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে প্রতিপক্ষ ওই ৪ ছাত্রলীগ নেতাকর্মীর উপর হামলা করে। পরে আহত অবস্থায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, হামলার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মওলানা ভাসানী হলে গত ২১ আগস্ট মধ্যরাতে জাবি শাখা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক নুরনবী গ্রুপের হামলায় অপর সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ তার গ্রুপের ১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন। এর প্রতিশোধ স্বরূপ হুমায়ুন গ্রুপের নেতা কর্মীরা এ হামলা করেছে বলে জানা গেছে।

বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৪/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর