সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ফের বাড়ছে ঢাকা সিটির সীমানা

ফের বাড়ছে ঢাকা সিটির সীমানা

আবারও বাড়ছে ঢাকার দুই সিটি করপোরেশনের সীমানা। নতুন নতুন এলাকা যোগ হচ্ছে দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে। নতুন সীমানা বাড়ানোর বিষয়টি সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত সুলতানগঞ্জ ইউনিয়নের সীমানা জটিলতার মীমাংসা না হতেই আবারও নতুন এলাকা যোগ নির্বাচনী জটিলতা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছে নির্বাচন-সংশ্লিষ্টরা। সরকার দুই সিটিতেই নতুন নতুন এলাকা সংযুক্ত করায় এসব এলাকার সীমানা নির্ধারণ করতেও দীর্ঘ সময় লেগে যাবে বলে মনে করছে ইসি। ইসি সূত্র জানিয়েছে, উত্তর সিটি করপোরেশনে নতুন এলাকা হিসেবে যোগ হচ্ছে- উত্তরার ১১ থেকে ১৪ নম্বর সেক্টর ও হরিরামপুর ইউনিয়নের বাইলজুরা মৌজা। আর দক্ষিণে যুক্ত হচ্ছে সবুজবাগ থানার দক্ষিণগাঁও মৌজা। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গতকাল বলেন, উত্তর সিটি করপোরেশনে নতুন এলাকা যোগ হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ চিঠিতে বিষয়টি জানিয়েছে। তিনি বলেন, সীমানা জটিলতা সমাধান হলে নির্বাচন করতে সমস্যা হবে না।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর