সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

শফিউল হত্যা মামলায় ১১ জন ফের রিমান্ডে

শফিউল হত্যা মামলায় ১১ জন ফের রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার ১১ জনকে ফের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার বেলা ১২টায় দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন আখতার এ আদেশ দেন।

এর আগে শুক্রবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গ্রেফতারদের দুই দিনের রিমান্ড শেষে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানান।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে নগরীর চৌদ্দপায় এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন শফিউল ইসলাম লিলন। এ ঘটনায় রবিবার রাতে রাবির রেজিষ্ট্রার এন্তাজুল হক বাদী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।

ওই মামলায় গ্রেফতার রাবি সংলগ্ন জামায়াত নিয়ন্ত্রিত বিনোদপুর ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির, শিক্ষক ফজলুল হক, চৌদ্দপাই এলাকার পল্লী চিকিৎসক মোশারফ হোসেন, আবদুল্লা আল মাহমুদ, মশিউর রহমান, হাসিবুর রহমান, জিন্নাত আলী, সাইফুদ্দিন, রেজাউল করিম, সাগর ও আরিফকে দুইদিনের রিমান্ডে নেয় পুলিশ।

বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৪/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর