সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন পাস

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন পাস

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন ২০১৪ আজ জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। এরআগে সংসদে উত্থাপিত জনমত যাচাই, বাছাই ও সংশোধনী প্রস্তাবসমুহ কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

স্পিকার ড. শিরীন মারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ৪র্থ অধিবেশনে আজ বিলটি পাস হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে বিলটি পাস করার জন্য পস্তাব করেন। এর আগে স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক বিধি অনুয়ায়ী সংসদে বিল সম্পর্কে সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধন আইন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ফলে সামরিক ফরমান বলে প্রতিষ্ঠিত ১৯৮৬ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অর্ডিন্যান্স রহিত হয়ে যাওয়ায়, ব্যাংকটির কার্যকারীতা রক্ষার্থে এই বিলটি আনা হয়। ব্যাকিং কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় এর আগে গত বছরের ১ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। পরে ১৮ ফেব্রুয়ারি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন প্রণয়নের সিদ্ধান্ত হয়। সংসদের তৃতীয় অধিবেশনে গত ১৫ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপিত হয়।

বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর