বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

দরপত্র জমা দিতে ছাত্রলীগের বাধা, ঠিকাদার লাঞ্ছিত

কয়েক দফায় পুলিশের লাঠিচার্জ

বরিশাল গণপূর্ত অধিদফতরে প্রায় সাড়ে ৪৬ কোটি টাকার নির্মাণ কাজের দরপত্র জমা দিতে আসা ঠিকাদারদের লাঞ্ছিত করাসহ দরপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল সকালে নগরীর ভাটারখাল গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এবং জিলা স্কুল মোড়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে র্যাব-পুলিশের উপস্থিতিতে এসব ঘটনা ঘটে। এ সময় পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে টেন্ডারবাজ সন্ত্রাসীদের তাড়িয়ে দেয়। অনেকে টেন্ডার জমা দেওয়ার পরও নিরাপত্তাহীনতার কথা বলেছে। বরিশালে মেরিন একাডেমি নির্মাণের জন্য ১৩ অক্টোবর ৫ গ্রুপের দরপত্র আহ্বান করা হয়। সোমবার দরপত্র বিক্রির শেষ দিন পর্যন্ত ২৩ কোটি টাকার একাডেমিক ভবন নির্মাণ কাজের জন্য ১০টি, ১৮ কোটি টাকার ডরমেটরি ভবন নির্মাণ কাজের জন্য ৯টি, কমান্ডেন্টের বাসভবন নির্মাণে দেড় কোটি টাকার কাজের ১০টি, ডেপুটি কমান্ডেন্টের বাসভবন নির্মাণে দেড় কোটি টাকার কাজের ৪টি এবং ভূমি উন্নয়নের (মাটি ভরাট) সোয়া ২ কোটি টাকার কাজের ১৮টি দরপত্র বিক্রি হয়। বরিশালের প্রথম শ্রেণির ঠিকাদাররা অভিযোগ করেন, গতকাল সকাল থেকে দরপত্র জমা দিতে বাধা দেয় টেন্ডারবাজ সন্ত্রাসীরা। তারা দরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ঠিকাদারদের লাঞ্ছিত করে। এ সময় কেউ কেউ নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে দরপত্র জমা দিতে গেলে সেখানেও তাদের জাপটে ধরে টেন্ডারবাজরা। পুরো ঘটনাই ঘটে র্যাব এবং পুলিশের সামনে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর