বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

আলোর মুখ দেখছে না তদন্ত প্রতিবেদন

আদালতপাড়ায় বস্তাভর্তি টাকা

চট্টগ্রামের আদালতপাড়ায় বস্তাভর্তি ৫৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনো আলোর মুখ দেখেনি। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ৩০ কর্মদিবসেও তা প্রকাশ হয়নি। ১৪ অক্টোবর আদালতপাড়ায় বস্তাভর্তি ৫৮ লাখ টাকাসহ আটক করা হয় ইলিয়াসকে। টাকাগুলো জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখায় ঘুষ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে সন্দেহ পুলিশের। পরে চট্টগ্রামের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হোসেনকে ঘটনাটি তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেন। মো. আবুল হোসেন বলেন, 'ইতিমধ্যে আমরা এলএ শাখায় কর্মরত ১৭ জনের সাক্ষ্য এবং এই শাখায় সেবা গ্রহণের জন্য আসা বিভিন্ন পর্যায়ের ২৫ জনের শুনানি গ্রহণ করেছি। এরপর তদন্ত প্রতিবেদনের খসড়াও তৈরি করেছি। খুব শীঘ্রই প্রতিবেদনটি চূড়ান্ত করে জমা দেওয়া হবে।' তবে প্রতিবেদন প্রকাশের আগে এ-সংক্রান্ত কোনো কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইতিমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এস এম আবদুল কাদেরের বিরুদ্ধে ঘটনায় সম্পৃক্ততা নিয়ে গণমাধ্যমে নানা কথা এলেও প্রতিবেদনে এ নিয়ে কিছু উল্লেখ নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর