বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বুড়িগঙ্গা তীর থেকে অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা তীর থেকে অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ কলকারখানায় বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবিটি পোস্তগোলা শ্মশান ঘাট থেকে তোলা -বাংলাদেশ প্রতিদিন

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গতকাল বুড়িগঙ্গা নদীর তীরে শ্মশানঘাট এলাকায় অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকার চারপাশের চার নদী বিভিন্ন দখলদারদের কব্জায়। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর