শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

রেলের জমিতে যুবলীগ নেতার গোডাউন

রেলের জমিতে যুবলীগ নেতার গোডাউন

রেলওয়ের জায়গায় স্থানীয় এক যুবলীগ নেতা মোজাইক ও টাইলসের গোডাউন বানিয়ে অবৈধ দখলে রাখেন ১২ বছর। একই সঙ্গে রেলওয়ের বাংলোয় সপরিবারে বসবাস করেন তিনি। ভিতরে চালাতেন অসামাজিক কার্যকলাপ। সেখান থেকে বের হতে তৈরি করেন গোপন রাস্তা। এই করিৎকর্মা নেতা হলেন এনায়েত বাজার ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সম্পাদক কবির হোসেন।

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগ থেকে পাঁচবার নোটিস দিলেও তিনি রাজনৈতিক ক্ষমতার দাপটে অবৈধভাবে এই জমি দখল করে রাখেন বছরের পর বছর। একই সঙ্গে রেলওয়ের অর্থ বিভাগের কর্মকর্তা জামাল উদ্দিন রেলের বাংলো নিজের নামে বরাদ্দ নিয়ে ভাড়া দিয়ে প্রতি মাসে প্রায় ২৫ হাজার টাকা আয় করে আসছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের আদেশ থাকলেও কর্মকর্তাদের বাসা ভাড়া দেওয়ার বিষয়ে রহস্যজনক কারণে আইনগত ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টা থেকে পৃথক এ উচ্ছেদ অভিযানে এসব অবৈধ স্থাপনাসহ প্রায় ৭০ কোটি টাকা মূল্যের ৮০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যজিস্ট্রেট রাকিব হাসান যুবলীগ নেতার গোডাউনে রাখা টাইলস গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় রেলের কর্মকর্তা-কর্মচারী, আরএনবি, পুলিশ সদস্যসহ একাধিক লোক উপস্থিত ছিলেন।

 

 

 

সর্বশেষ খবর