শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
ওভারব্রিজে দীর্ঘ লাইন

তৃতীয় দিনে ১৩৮ জনকে জরিমানা

তৃতীয় দিনে ১৩৮ জনকে জরিমানা

রাস্তা পারাপারে আদালতের শাস্তি এড়াতে গতকাল দুপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রাজধানীর বাংলামোটরে ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন পথচারীরা -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তৃতীয় দিনে ১৩৮ জন পথচারীকে ৯ হাজার ৯১০ টাকা জরিমানা করা হয়েছে। যত্রতত্র রাস্তা পারাপার ঠেকাতে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রূপসী বাংলা হোটেল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট- এ চার পয়েন্টে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস ও সারওয়ার আলম। এদিকে পথচারীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য সেজান পয়েন্ট থেকে তেজগাঁও কলেজ মোড় পর্যন্ত ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। ওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পারাপার করায় প্রথম দিন মঙ্গলবার ৩৪১, দ্বিতীয় দিন ২৫৫ ও গতকাল ১৩৮ জনকে আর্থিক জরিমানা করা হয়।

 

সর্বশেষ খবর