শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

অসহযোগ আন্দোলনের ঘোষণা সন্তু লারমার

অসহযোগ আন্দোলনের ঘোষণা সন্তু লারমার

আগামী ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে কার্যকর চুক্তি গ্রহণ করা না হলে ১ মে (২০১৫) থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। আজ শনিবার রাজধানীর সুন্দরবন হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সন্তু লারমা বলেন, পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন একটি জাতীয় ও রাজনৈতিক সমস্যা। দেশের সামগ্রিক স্বার্থে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে চুক্তি বাস্তবায়ন। এমতাবস্থায় আর বিলম্ব না করে পাবর্ত্য চট্টগ্রাম চুক্তির অবাস্তবায়িত বিষয়গুলো বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। অন্যথায় পার্বত্য চট্টগ্রামের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

সন্তু লারমা বলেন, পার্বত্য জনসংহতি সমিতি আগামী ৩০ এপ্রিল ২০১৫ সালের মধ্যে পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ১ মে ২০১৫ সাল থেকে সরকারের বিরুদ্ধে অসযযোগ আন্দোলন শুরু করা হবে।
 

 

বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৪/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর