বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

কয়েক বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম করছে : শিক্ষামন্ত্রী

কয়েক বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম করছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কয়েক বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম, দুর্নীতি, অবৈধ ক্যাম্পাসের মাধ্যমে সংকীর্ণ স্বার্থ হাসিল করছে। তাদের বিরুদ্ধে চাপ রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে।

তিনি গতকাল ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, সৎ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য করি না। সবাই জাতির ভবিষ্যৎ। তিনি ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে সেবার মনোভাব ও শিক্ষার জন্য অবদান রাখার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. অধ্যাপক মিলান পাগন, এ মজিদ খান, সাইফুর রহমান প্রমুখ।

সমাবর্তনে স্নাতক পর্যায়ে ৭২৯ জন এবং স্নাতকোত্তর পর্যায়ে ৪৩৪ জনসহ সর্বমোট ১১৬৩ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন।

বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৪/ সালাহ উদ্দীন









 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর