শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইন্টার্নরা বিশেষজ্ঞ চিকিৎসক রিপোর্ট করেন ঝাড়ুদার

এমবিবিএস পাস ডা. তাসনুভ ফেরদৌস একাই ৮টি রোগ যথাক্রমে মেডিসিন, বক্ষব্যাধি, বাতব্যাথা, চর্ম, যৌন, গ্যাস্ট্রোলজি, লিভার ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। এমন প্রচার চালিয়ে দীর্ঘদিন ধরে প্রাইভেট প্রাকটিস করে আসছিলেন তিনি। অন্যদিকে ডা. তাসনুভ যে ডায়গনস্টিক সেন্টারে প্রাকটিস করেন সেখানে রোগীর ইসিসি পরীক্ষা করেন একজন ঝাড়ুদার। চিকিৎসার নামে সাধারণ রোগীর সঙ্গে এমন প্রতারণার তথ্য ফাঁস হয়ে গেলে গতকাল নগরীর রূপাতলী হাউজিং স্টেটে হেলথ ভিউ ডায়গনস্টিক সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকতাদির হোসেনের নেতৃত্বে র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে আটক হয় ডা. তাসনুভসহ ডায়গনস্টিক সেন্টারের ৮ কর্মচারী। যদিও আটকের পর ডা. তাসনুভ ভ্রাম্যমাণ আদালতের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পান। ম্যাজিস্ট্রেট মুকতাদির হোসেন জানান, ডা. তাসনুভ তাদের কাছে স্বীকার করেছেন হেলথ ভিউ ডায়গনস্টিক সেন্টার যে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল তা তার জানা ছিল না। তিনি ভুল স্বীকার করায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, সেখানে ডায়গনস্টিক সরঞ্জাম নেই। অথচ তারা ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ সব প্রকার ডায়গনস্টিক পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন। ঝাড়ুদার রুমা স্বীকার করেন, তিনি ইসিজি করেন এবং রিপোর্টে স্বাক্ষর করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সিল ব্যবহার করেন। অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা আটক হওয়া কর্মচারীরা করে থাকেন।

 

 

সর্বশেষ খবর