রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

বেতন বাড়ছে ১২৩ শতাংশ

পে-কমিশনের প্রতিবেদন পেশ আজ

বেতন বাড়ছে ১২৩ শতাংশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত পে-কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা হচ্ছে আজ। অর্থমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, রবিবার (আজ) সকাল ৯টায় কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দীন সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এটি হস্তান্তর করবেন। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১২৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বেতনের গ্রেডের সংখ্যা ২০ থেকে নামিয়ে ১৬টি করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা চালু, তাদের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ অনেক সুপারিশ করেছে কমিশন। জানা গেছে, বর্তমান বাজারমূল্য, জীবনযাপনের ব্যয়, মূল্যস্ফীতি পরিস্থিতি- সবকিছু বিবেচনায় নিয়ে কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বোচ্চ বেতন ৮০ হাজার এবং সর্বনিু ৮ হাজার টাকা করার সুপারিশ করছে। জানা গেছে, কমিশনের এই সুপারিশ আমলে নিয়ে আগামী জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে চায় সরকার। এদিকে প্রশাসনিক পুনর্গঠনের বিষয়ে কোনো নির্দেশনা থাকছে না কমিশনের প্রতিবেদনে। তবে প্রশাসনিক সংস্কার বা পুনর্গঠনের জন্য পৃথক একটি কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে প্রতিবেদনে। বিশেষ করে বিভিন্ন সরকারের শাসনামলে যে কর্মকর্তা-কর্মচারী বিশেষ ভারপ্রাপ্ত হিসেবে (ওএসডি) থাকেন এবং যারা উপসচিব থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হন, কোন প্রক্রিয়ায় হবেন, কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হবে- এসব বিবেচনার জন্য পৃথক একটি কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
গত বছর নভেম্বরে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীনকে চেয়ারম্যান করে ছয় মাস মেয়াদি ১৭ সদস্যের ‘বেতন ও চাকরি কমিশন ২০১৩’ গঠন করা হয়। পরে কমিশনের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। এরপর ১৫ ডিসেম্বর এর মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর