রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

আধিপত্য বিস্তার নিয়ে খুন হন দুই ভাই

আধিপত্য বিস্তার নিয়ে খুন হন দুই ভাই

মাদক ও চোরাই কাঠ ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারের জেরে খুন হন চট্টগ্রামের দুই সহোদর ফরিদুল আলম ও আবু সিদ্দিক। হত্যাকাণ্ডের তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। নিহত দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ জানায়। এদিকে দুই সহোদর হত্যাকাণ্ডের ঘটনায় ২০ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। গতকাল সকালে নিহতদের বড় ভাই মঈনুদ্দীন মহসীন বাদী হয়ে মামলাটি করেন। চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ বলেন, টাকা-পয়সার লেনদেন ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে এ মামলার এজাহারভুক্ত আসামি জিয়াউর রহমান ও লোকমান হোসেনকে গ্রেফতার করেছে। পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা বলেন, ঘটনার আলামত দেখে মনে হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর পুলিশের কাছে অনেক তথ্য এসেছে। যেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। হোতাদের গ্রেফতার করা গেলে ঘটনার মূল কারণ জানা যাবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদুল আলম ও আবু সিদ্দিক চান্দগাঁও খাজা রোড এলাকায় চোরাই কাঠ ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এ নিয়ে আইয়ুব, মোরশেদ, জিয়াউর রহমান ও লোকমানদের প্রায় সংঘর্ষ হতো।

 

 

সর্বশেষ খবর