রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

কাউকে সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র : মজীনা

কাউকে সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র : মজীনা

বাংলাদেশের রাজনীতির দৌড়ে কোনো শক্তিকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয়নি বলে জানিয়েছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। রাষ্ট্রদূতের দায়িত্বের শেষ সংবাদ সম্মেলনে গতকাল ঢাকার আমেরিকান সেন্টারে এ কথা বলেন তিনি। গত তিন বছর বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, ‘আগামীতেও এ দেশের বিভিন্ন ইতিবাচক গল্প বিশ্ববাসীকে জানাব। কীভাবে এখানকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা যায় সে চেষ্টা করে যাব।’ ২০১১ সালের নভেম্বরে ঢাকায় দায়িত্ব পালন শুরু করা মজীনা বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরে বেড়িয়েছেন। বাংলাদেশের সর্বস্তরের মানুষকে কাছ থেকে বোঝার চেষ্টা করেছেন।
মজীনা বলেন, ‘বাংলাদেশে দায়িত্ব পালনের সময় আমি আমার কাজে খুশি। বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করে সফলতা পেয়েছি। বর্তমান সময়ের মতো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এর আগে কখনো এত ভালো ছিল না। আজ এই সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে বিস্তৃত, গভীর ও শক্তিশালী। আগামীতে সম্পর্ক আরও শক্তিশালী, গভীর ও বিস্তৃত হবে এটাই ছিল আমার ফোকাস।’ মজীনা বলেন, ‘বাংলাদেশের রাজনীতির দৌড়ে কোনো শক্তিকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয়নি। কোন দল ক্ষমতায় আসবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে।’ তিনি আরও বললেন, ‘আমার কোনো অভিযোগ নেই। প্রজেক্ট বাংলাদেশ নিয়ে আমার অর্জনের বিচার জনগণই করবে।’ শেষবেলায় খানিকটা বিমর্ষ মজীনা বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে আরেক দফায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ‘বিউটিফুল বাংলাদেশ’-এর বর্ণনা দিয়ে বলেন, ‘আমি কোনো গরিব দেশকে দেখিনি। শুধুই ধনী একটি বাংলাদেশকে আমি চিনি। এ যেন জাদুর ভূমি। বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্তরিক। আমি নিশ্চিত, বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারবে।

সর্বশেষ খবর