রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ

ডিআইজি রফিকুল ইসলামকে দুদকে জিজ্ঞাসাবাদ

ডিআইজি রফিকুল ইসলামকে দুদকে জিজ্ঞাসাবাদ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার বিকালে তাকে টানা তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মো. হামিদুল হাসান তাকে জিজ্ঞাসাবাদ করেন।

সূত্র জানায়, ডিআইজি রফিকুল ইসলামের মালিকানায় ময়মনসিংহের নাবিবহর মৌজার ৮০/৮৭৭, ৮৭৮, ৮৭৯, ৮৮১, ৮৮৩ নম্বর দাগে ৭৪ শতাংশ জমি রয়েছে। এ জমির আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা। মুথাজুড়ি মৌজার ছলংগায় রয়েছে ১২ বিঘা জমি। মূল্য প্রায় দেড় কোটি টাকা। একই মৌজায় ২৬৯৩, ৮৮৪৪ নম্বর দাগে ২৪ শতাংশ জমি যার দাম ৩৬ লাখ টাকা। কড়ইচালায় রয়েছে ২০ বিঘা জমি যার মূল্য এক কোটি ৬০ লাখ টাকা। ফুলবাড়িয়া বাজার-সংলগ্ন ২০৯৮ নম্বর দাগে রয়েছে ১৪০ শতাংশ জমি যার মূল্য এক কোটি ৪০ লাখ টাকার মত।

এছাড়া ফুলবাড়িয়া উত্তর পাড়ায় রয়েছে ২৪ শতাংশ জমি যার দাম ৩৬ লাখ টাকা। মুথাজুড়ি বাজার সংলগ্ন ২১২১ নম্বর দাগে রয়েছে ১০০ শতাংশ জমি যার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। একই মৌজার ২৪৭৩ নম্বর দাগে রয়েছে ১৭৫ শতাংশ জমি যার মূল্য প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা। ২২৪২ নম্বর দাগে ১৪২ শতাংশ জমি যার মূল্য এক কোটি ২০ লাখ টাকা। রফিকুল ইসলামের স্ত্রী শিরীন আক্তারের নামে মুথাজুড়ি মৌজার ৩০০৩, ৩০০৪, ৩০১১ ও ৩০১২ নম্বর দাগে ফুলবাড়িয়া দক্ষিণপাড়ায় (কসাইর চালা) রয়েছে আট বিঘা জমি। এর আনুমানিক মূল্য ছয় কোটি টাকা। রফিকুল ইসলাম বর্তমানে পুলিশের এসবির (প্রটেকশন) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৪/আহমেদ

সর্বশেষ খবর