রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

সহোদর হত্যাকাণ্ডের হোতারা ধরা ছোঁয়ার বাইরে

সহোদর হত্যাকাণ্ডের হোতারা ধরা ছোঁয়ার বাইরে

চট্টগ্রামের দুই সহোদর ফরিদুল আলম ও আবু সিদ্দিক হত্যা মামলার মূল হোতারা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। হত্যাকান্ডের পর তিন দিন অতিবাহিত হয়ে গেলেও হত্যার মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান বলেন, ‘মামলার মুল আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তারা গা ঢাকা দেওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।’

এদিকে দুই সহোদর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া মামলার এজাহারভুক্ত আসামি জিয়াউর রহমান ও লোকমান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রবিবার তাদের আদালতে হাজির করা হলে আদালত আগামীকাল সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য্য করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হামলায় ফরিদুল আলম ও আবু সিদ্দিক নামে দুই সহোদর নিহত হন। এ ঘটনায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতদের বড় ভাই মঈনুদ্দীন মহসীন।

বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৪/আহমেদ

সর্বশেষ খবর