সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

তারেকের বিরুদ্ধে আরেকটি গ্রেফতারি পরোয়ানা

তারেকের বিরুদ্ধে আরেকটি গ্রেফতারি পরোয়ানা

বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আরো একটি মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

আজ সোমবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে এ মামলাটির শুনানি শেষে বিচারক এ পরোয়ানার নির্দেশ দেন।

এর আগে, দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানি এবং ১২৪ (এ) ধারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি করেন ঢাকা মহানগর যুবলীগের নেতা মনির হোসেন মোল্লা।

গত ২১ ডিসেম্বর ও ১৮ ডিসেম্বর একই অভিযোগে দায়ের হওয়া অপর দুই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পৃথক দু‘টি আদালত।

এছাড়াও দেশের বিভিন্ন জেলায় তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপির এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে ‘রাজাকার’, ‘খুনি’, পাকবন্ধু’ ও ‘শখের বন্দি’ অভিহিত করে বক্তব্য দেন তারেক রহমান। এরই পরিপ্রেক্ষিতে এসব মামলার বাদীরা মামলাগুলো দায়ের করেছেন।

বিডি-প্রতিদিন/ ২২ ডিসেম্বর ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর