সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

রাসিকের গাড়িতে চড়েন না মেয়র

রাসিকের গাড়িতে চড়েন না মেয়র

মেয়র হিসাবে দায়িত্ব নেওয়ার এক বছরের বেশি সময় পার করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। কিন্তু এখনও তিনি সিটি করপোরেশনে মেয়রের জন্য বরাদ্দ করা সরকারি গাড়ি ব্যবহার করেন না।

গত বছরের ১৫ জুন নির্বাচনের পর ১৮ সেপ্টেম্বর মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোসাদ্দেক বুলবুল। কিন্তু সরকার মেয়রদের প্রতিমন্ত্রীর মর্যাদা বাতিল করায় ক্ষুব্ধ হয়ে বুলবুল ওইদিন বলেছিলেন, 'প্রতিমন্ত্রীর মর্যাদা ও জাতীয় পতাকা ছাড়া গাড়ি নেব না।' এরপর থেকে তিনি রাসিকের গাড়ি আর ব্যবহার করছেন না।

রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের যে মর্যাদা ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছিলো তা না দিয়ে সরকার রাজশাহীবাসীর সম্মানহানী করেছে। সরকার সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত না হওয়ায় সিটি মেয়রের প্রতিমন্ত্রীর মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর যে গাড়ি দেওয়া হয়েছে তাতে ফ্ল্যাগ ছিল না। তাই তিনি সেই গাড়ি নেননি।

তিনি আরও বলেন, সরকার মেয়রদের মর্যাদা ও জাতীয় পতাকা ব্যবহারের সুযোগ না দেওয়া পর্যন্ত তিনি সরকারি গাড়ি ব্যবহার করবেন না।

বিডি-প্রতিদিন/ ২২ ডিসেম্বর ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর