রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

প্রার্থী নিয়ে ধূম্রজালে জাপা নেতা-কর্মীরা

প্রার্থী নিয়ে ধূম্রজালে জাপা নেতা-কর্মীরা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সামনে রেখে প্রার্থী নিয়ে ধূম্রজালে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীরা। চট্টগ্রাম নগর ও কেন্দ্রীয় পদ থেকে বহিষ্কৃত সোলায়মান আলম শেঠ নিজেকে আগামী চসিক নির্বাচনে মেয়র প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন। পক্ষান্তরে দলের ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিমও জাপার মনোনীত প্রার্থী দাবি করছেন দলীয় কর্মসূচিতে। তবে এ সম্পর্কে সোলায়মান আলম শেঠের মন্তব্য জানতে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জানা যায়, জাপার চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পদ থেকে গত ২৮ আগস্ট বহিষ্কার করা হয় সোলায়মান আলম শেঠকে। কিন্তু এরপরও তিনি নিজেকে দলের প্রার্থী দাবি করে নগরীতে পোস্টার লাগিয়েছেন। তাছাড়া স্থানীয় পত্রিকায় পৃষ্ঠাজুড়ে বিজ্ঞাপনও দেন। এসব প্রচারণায় তিনি নিজেকে দলের প্রেসিডিয়াম সদস্য দাবি করেন। 'চট্টগ্রাম সম্মিলিত সচেতন নাগরিক সমাজ' এর ব্যানারে নির্বাচন করার ঘোষণা দেন তিনি।

অন্যদিকে, মোরশেদ মুরাদ ইব্রাহিমও নিজেকে জাপার মেয়র প্রার্থী দাবি করে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করে চলেছেন। তাছাড়া গণমাধ্যমেও নিজেকে প্রার্থী দাবি করছেন। তাছাড়া আরও কয়েক নেতা জাপার প্রার্থী হতে দৌড়ঝাঁপ করে যাচ্ছেন বলে জানা গেছে। জাপার কেন্দ্রীয় দফতর সম্পাদক আবুল হাছান আহমদ জুয়েল বলেন, চসিক নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। হলেই এ ব্যাপারে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, বহিষ্কৃত হওয়ার পর দলীয় পদ ব্যবহারের যৌক্তিকতা নেই।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর