সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
১৫০ বোতল মদ উদ্ধার

পুলিশের কাছ থেকে দুই নেতাকে ছিনিয়ে নিলো ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে শনিবার রাতে ১৫০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। অবৈধভাবে মদ রাখার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করলেও তাদের সহযোগী ছাত্রলীগের অন্য নেতারা তাদের ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠেছে। অবশ্য পুলিশ আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। ওই দুই ছাত্রলীগ নেতাকে গতকাল পর্যন্ত আর আটক করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় শনিবার রাতে হলের ২০৯ ও ৩১১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ১৫০টি বিয়ারের বোতল (ক্যান) ও ১৯ হাজার টাকা জব্দ করে। এ সময় হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফলিত রসায়ন বিভাগের সাইফুল ইসলাম টুটুল ও শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের সৈকত বাশারকে আটক করে। তাদের তিনজনকে হাতকড়া পরানো অবস্থায় থানার উদ্দেশ্যে রওয়ানা হলে পুলিশকে বাধা দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা আটককৃতদের ছেড়ে দিতে শ্লোগান দিতে থাকে এবং হলের প্রবেশপথে তালা লাগিয়ে দেয়। একপর্যায়ে পুলিশের হাত থেকে রাশেদ ও সাইফুলকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেয় ছাত্রলীগ নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, ওই দুই শিক্ষার্থীকে ধরতে অভিযান চালানো হবে।

সর্বশেষ খবর