সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে আবর্জনা ফেলার অপরাধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিষয়ক কর্মকর্তা আলমগীর হিরণ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর থেকে কোথাও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড স্থাপনের জায়গা না পাওয়ায় সেখানে অস্থায়ীভাবে ময়লা ফেলা হচ্ছিলো। এরপর দুর্গন্ধ এড়ানোর জন্য বর্জ্যের উপর বালু ফেলে চলছিলো তাদের ময়লা ফেলা কার্যক্রম।

এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলে শীতলক্ষ্যা নদীর পানি দূষিত করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন   

সর্বশেষ খবর