মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
চাঁদাবাজির অভিযোগ

রামপুরা থানার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

রামপুরা থানার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

চাঁদাবাজির অভিযোগে রজধানী ঢাকার রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর তরফদার রহমানসহ ১০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা ডিবি পুলিশকে তদনে্তর নির্দেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ ইউনুস খান ডিবি পুলিশের সংশি্লষ্ট এলাকার ডিসিকে তদন্ত করে ৮ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী ও মানবাধিকার কর্মী শামীমুন নাহার লিপি বাদী হয়ে এই মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলমগীর ভূঁইয়া, এসআই বাবুল, আরিফুর রশিদ, দুরদানা রশিদ, শাহরিয়ার রশিদ, হুমায়ুন ওরফে ল্যাংরা হুমায়ুন, তাজুল ইসলাম, কবির হোসেন কাজল ও মো. মাসুদ।

মামলার অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রবাসী বাদীর রামপুরা থানাধীন ৩০৫/এ ব্লক-বি খিলগাঁও তালতলায় প্রায় ১ কোটি টাকা মুল্যের পৈত্রিক সূত্রে পাওয়া একটি ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পত্তি রয়েছে। বাদী যাতে ওই ফ্ল্যাটসহ অন্যান্য সম্পত্তি ভোগদখল না করতে পারেন এজন্য আসামিরা গত ২৪ আগস্ট তার ফ্ল্যাটের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এতে বাদীর ৬ লাখ ৭৮ হাজার ৮শ' টাকার ক্ষতি হয়। পরে বাদী রামপুরা থানায় গেলে প্রাথমিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সত্যতা পাওয়ার পর বাদী থানায় মামলা করতে চাইলে ওসি মাহবুবুর, ওসি তদন্ত আলমগীর ভূইয়া ও এসআই বাবুল সাব জানিয়ে দেয় এ বিষয়ে কোনো মামলা অথবা জিডি নেওয়া যাবে না। পরবর্তীতে গত ১ জানুয়ারি আসামিরা ফের বাদীর বাসার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আসবারপত্র সরানোর চষ্টো করে। পরে বাদী আবারো থানায় গিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। কিন্তু ওসি মাহবুব বাদীর কাছে ব্যবস্থা নিতে ২০ লাখ টাকা দাবি করেন।

বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ২০১৫/শরীফ

সর্বশেষ খবর