বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

জ‍াবি গেটের সামনে ককটেল বিস্ফোরণ

জ‍াবি গেটের সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের ২৩ তম দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

কয়েক দিন আগে উপ‍াচার্যের বাস ভবনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের এক নেতাকে কারাগারে পাঠানো হয়।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালকে কেন্দ্র করে প্রতিদিনই বাসে আগুন, পেট্রোল বোমা ছুড়ে মারাসহ ককটেল বিস্ফোরণ নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন   
 
 

সর্বশেষ খবর