বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ফি নির্ধারণ

প্রাইভেট হাসপাতাল নীতিমালা যুগোপযোগী হচ্ছে

সরকারি হাসপাতালের ফি নির্ধারণের মতো প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ফি নির্ধারণের নীতিমালা রয়েছে (দ্য মেডিকেল প্র্যাকটিস এ- প্রাইভেট ক্লিনিক ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স-১৯৮২)। এ নীতিমালা আরও যুগোপযোগী করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে গতকাল সোহরাব উদ্দিনের (কিশোরগঞ্জ-২) প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক সংসদকে এমন তথ্য দেন।

২০২০ সালে দেশের জনসংখ্যা হবে ১৭ কোটি : সংসদ সদস্য আমিনা আহমেদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংসদকে জানান, ২০১১ সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী দেশের জনসংখ্যা ১৫ কোটি ৫১ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭ শতাংশ। ২০২০ সালে দেশের জনসংখ্যা হবে প্রায় ১৭ কোটি, তখন জনসংখ্যা বৃদ্ধির হার হবে ১.২ শতাংশ।

দেশে প্যারা মেডিকেল ১০১টি : নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১০১টি প্যারা মেডিকেল রয়েছে। এর মধ্যে সরকারি আটটি ও বেসরকারি ৯৩টি।

৩২ প্রকার ওষুধ বিনামূল্যে : এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩২ প্রকার ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

রোগীরা চিকিৎসা ব্যয় জানার অধিকার রাখেন : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের উত্তরে জাহিদ মালেক বলেন, সরকারি হাসপাতালে ইউজার ফির মাধ্যমে রোগীদের ভর্তি ফি, পরীক্ষা-নিরীক্ষার ফি, অ্যাম্বুলেন্স ফি, শল্য চিকিৎসার ফিসহ অন্যান্য সেবার ফি নির্ধারণ করা আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর