বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
সেমিনারে গণপূর্তমন্ত্রী

চট্টগ্রামে ফ্লাইওভার অর্থহীন

চট্টগ্রামে ফ্লাইওভার অর্থহীন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, চট্টগ্রামে ফ্লাইওভার একেবারেই অর্থহীন। অথচ এই বাণিজ্যিক নগরীতে একটির পর একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এসব বড় বড় প্রকল্প থেকে মূলত সাধারণ জনগণ কোনো সুফল ভোগ করতে পারবে না।

‘নগর পরিস্থিতি : বাসযোগ্য চট্টগ্রামের জন্য শাসন ব্যবস্থা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এর নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে গবেষণাপত্রটি উপস্থাপন করেন মোহাম্মদ শহীদুল ইসলাম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি গবেষণাটি পরিচালনা করেছে।

আলোচনায় অংশ নেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি প্রফেসর মু. সিকান্দার খান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, স্থপতি জেরিনা হোসেন, কাউন্সিলর অ্যাড. রেহেনা কবির রানু।

 

বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৫/ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর