শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিদেশিকে অপহরণ করে ৩১ লাখ টাকা আদায়

বিদেশিকে অপহরণ করে ৩১ লাখ টাকা আদায়

কুমিল্লা ইপিজেডে তাইওয়ানের ইয়াগোটেঙ্ ফেব্রিঙ্রে এমডি হুয়াংজুন ইউকে অপহরণ করে ৩১ লাখ টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে এবং আসামি করা হয়েছে মহানগরীর টমছমব্রিজ এলাকার এএইচএম মহিউদ্দিনের ছেলে সোহেল ইবনে মহিউদ্দিনসহ ৫-৬ জনকে।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, এমডি হুয়াংজুন ইউ কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেটের ৩ নম্বর সেকশনের 'পি' ব্লকের ৩ নম্বর প্লটের আবেদ ভিলা নামের একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। গত বুধবার দুপুর দেড়টার দিকে সোহেল ইবনে মহিউদ্দিনের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল বাসায় ঢুকে অস্ত্রের মুখে হুয়াংজুন ইউকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তারা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে ২ বিলিয়ন ইউএস ডলার চাঁদা দাবি করেন।

 

 

সর্বশেষ খবর