শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ৭

খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ৭

ফাইল ছবি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ২৫তম দিন রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটিতে আগুন ধরে গেলে ৭ যাত্রী  অগ্নিদগ্ধ হয়।

শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রাজু আহমেদ (২০), জীবন (২৪), সাবেক পুলিশ সদস্য জালাল আহমেদ (৪৫) ও জামাল হোসেন (২৪)। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯ টার দিকে খিলগাঁও বিশ্বরোডস্থ পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে তুরাগ পরিবহনের একটি বাসে যাত্রীবেশী কয়েকজন বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া জানান, তুরাগ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কয়েকজন ব্যক্তি দগ্ধ হন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন  

 
 

সর্বশেষ খবর