শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিটুমিন সংকটে সংস্কার কাজ বন্ধ

দেশে টানা হরতাল-অবরোধে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সড়ক সংস্কারে বিটুমিন সংকটে পড়েছে। সড়কে সহিংসতার শঙ্কায় বিটুমিন সংগ্রহ করতে পারছে না চসিক। ফলে কখনো বিলম্বে, কখনো একেবারেই বন্ধ রাখতে হচ্ছে সড়ক সংস্কারে পিচ ঢালাইয়ের কাজ। চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে চসিক বিটুমিন সংগ্রহ করে। প্রতি মাসে ৩৫০-৪০০ ড্রাম বিটুমিন প্রয়োজন হয়। নিয়ম মতে প্রতি মাসের শুরু ও মাঝামাঝি সময়ে দুই দফায় বিটুমিন সংগ্রহ করে চসিক। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর বিটুমিন সংগ্রহ করা হয়। এর পর হরতাল-অবরোধের কারণে আর সংগ্রহ করতে পারেনি। বিটুমিন সংকটে নগরীর ফিরোজ শাহ ১ নম্বর সডক, হালিশহর বেপারী পাড়া সড়কসহ প্রায় ২৩টি সড়ক সংস্কারের কাজ বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর