বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রাজশাহী কারাগারের স্টাফ কোয়ার্টারে আগুন

রাজশাহী কারাগারের স্টাফ কোয়ার্টারে আগুন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঘর ও একটি বারান্দা থাকা মালামাল ভস্মিভূত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে সদর দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কারাগারের স্টাফ কোয়ার্টারে কারারক্ষী নিসার আলীর ঘরে আগুন লাগার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। তারা সেখানে যাওয়ার আগেই তিনটি ঘর ও বারান্দায় থাকা মালামাল ভস্মিভূত হয়।

তিনি বলেন, ওই ঘরগুলোর একটিতে থাকা মোটরসাইকেলের ট্যাংকি বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

কারারক্ষী নিসার আলী জানান, ঘটনার কিছুক্ষণ আগে তিনি নগরীর মনিচত্তর এলাকায় চা পান করতে যান। তার ছেলে কারা মাঠে ক্রিকেট খেলছিলো ও স্ত্রী চিকিৎসকের কাছে যান। সহকর্মীদের কাছে ঘরে আগুন লাগার খবর পেয়ে তিনি ফিরে আসেন।

বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৫/ সালাহ উদ্দীন  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর