শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা
টেন্ডারবাজির কারণে কেন্দ্রের শোকজ

ছাত্রলীগের বিরুদ্ধে এবার জমি দখলের অভিযোগ

ছাত্রলীগের বিরুদ্ধে এবার জমি দখলের অভিযোগ

এবার দুই কোটি টাকা মূল্যের বিরোধপূর্ণ জমি জবরদখলের অভিযোগ উঠেছে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। অভিযোগ করেছে বংশপরম্পরায় ওই জমিতে বসবাসকারী একটি পরিবার। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নগরীর সিঅ্যান্ডবি রোডের ১৩ নম্বর ওয়ার্ডের ২৬ শতাংশ জমি পিলার পুঁতে এবং কাঁটাতারের বেড়া দিয়ে দখল করা হয়। এরপর জমিতে সাইনবোর্ড লাগিয়ে দেয় দখলকারীরা। অ্যাডভোকেট সৈয়দ আবুল খায়ের বর্তমানে ওই জমিতে বসবাসকারী এবং পৈতৃক সূত্রে জমির মালিকানা দাবিদার। তার ছেলে সৈয়দ আবুল বরকত জানান, সৈয়দ মোহাম্মদ হোসেন গংদের সঙ্গে ১৯৮০ সাল থেকে ২৬ শতাংশ জমি নিয়ে স্থানীয় আদালতে মামলা চলছে। আদালত ওই জমির ওপর স্থিতাবস্থা জারি করেছেন। বিবাদীর ছেলে সৈয়দ সাবের হোসেন সম্প্রতি মামলা নিষ্পত্তি না হতেই জমি দখলের চেষ্টা চালাচ্ছিলেন। এর অংশ হিসেবে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের মাধ্যমে গতকাল ওই জমি দখলে নেওয়া হয়েছে। জমি দখলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাদের সামনেই ছাত্রলীগ কাজ চালিয়ে যেতে থাকে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এদিকে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন জানিয়েছেন, তারা এই জমি দখলের সঙ্গে জড়িত নন। তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে।

এর আগে ৪ ফেব্রুয়ারি বরিশাল এলজিইডিতে ২২ কোটি টাকার টেন্ডার জমা দিতে বাধাদান এবং দরপত্র ছিনতাইয়ের অভিযোগে মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে শোকজ করে কেন্দ্রীয় কমিটি। চরমোনাই মাহফিলের বাস থেকে চাঁদা আদায় : এদিকে চরমোনাইর বার্ষিক মাহফিলে আগত মুসল্লিদের বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে। বাসপ্রতি ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবেরহাট ও চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ-যুবলীগের সাত-আট জন নেতা বাস চালক-শ্রমিকদের দাবিকৃত চাঁদা দিতে বাধ্য করছেন বলে অভিযোগ রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর