শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

'পূর্ণাঙ্গ ডিজিটাল নগরী হবে চট্টগ্রাম'

ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল নগরী হিসেবে প্রতিষ্ঠা করা হবে চট্টগ্রামকে। এর প্রথম পদক্ষেপ হিসেবে চট্টগ্রামের বাকলিয়ায় ৯৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠা করা হবে দেশের প্রথম সাইবার সিটি। তাছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৩০০ একর জায়গায় গড়ে তোলা হবে হাইটেক পার্ক। আগামীতে এ দুটি হবে দেশের ডিজিটাল কর্মসূচির অন্যতম গর্বিত অংশীদার।

গতকাল বেলা ১১টায় চট্টগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর