শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অভিজিৎ হত্যার সুষ্ঠু তদন্ত চেয়ে বিএনপির বিবৃতি

অভিজিৎ হত্যার সুষ্ঠু তদন্ত চেয়ে বিএনপির বিবৃতি

ফাইল ছবি

দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের অঘাতে নিহত লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার নিন্দা জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে একথা জানান বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

বিবৃতিতে সালাহ উদ্দিন উল্লেখ করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতো স্থানে নিশ্ছিদ্র পুলিশ বেষ্টনির মধ্যেও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড প্রমাণ করে এদেশের কোনো নাগরিকের জান-মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ।

তিনি আরও বলেন, আমরা অভিজিৎ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। 

তিনি বলেন, “রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার এই আন্দোলনকে (২০ দলের) সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের সীমাহীন অপচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।”

বিবৃতিতে চলমান অবরোধের পাশাপাশি শনিবার ২০ দলের গণমিছিল এবং রোববার থেকে ৭২ ঘণ্টা হরতাল পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্মমহাসচিব।

বিডি-প্রতিদিন/২৮, ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর