সোমবার, ২ মার্চ, ২০১৫ ০০:০০ টা

\\\'নাশকতাকারীদের ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার\\\'

\\\'নাশকতাকারীদের ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার\\\'

পেট্রোলবোমা-ককটেল নিক্ষেপকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল।

আজ সোমবার সোমবার নাশকতার বিরুদ্ধে নগরীর ইপিজেড ও চান্দগাঁও থানা আয়োজিত পৃথক দু'টি সমাবেশে সিএমপি কমিশনার এ ঘোষণা দেন।

ইপিজেড মোড়ে বে শপিং কমপপ্লেক্সের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর পুলিশের বন্দর জোনের উপ কমিশনার হারুন অর রশিদ হাজারী।

চান্দগাঁও থানা এলাকায় রিদম স্কয়ারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ। উভয় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার।

বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৫/ সালাহ উদ্দীন  




 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর