বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় চবির ৫ কর্মচারী আহত

সড়ক দুর্ঘটনায় চবির ৫ কর্মচারী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রাইভেটকার ও টমটমের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ে পাঁচজন কর্মচারী আহত হয়েছেন।  

বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সমাজ বিজ্ঞান অনুষদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কর্মচারি মোহাম্মদ সোলায়মান (৫৫), পদার্থ বিজ্ঞান বিভাগের কর্মচারি মোহাম্মদ আবদুস শুক্কুর (৩৫), আইসিটি সেন্টারের কর্মচারি মোহাম্মদ নাসির (৩৫), বিজ্ঞান অনুষদের ল্যাব সহকারি মো. তাজুল ইসলাম (৫৫) ও মোহাম্মদ খালেক (৪০)।  

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদ মোড়ে একটি প্রাইভেট কার (চট্টমেট্টো-গ-১১-৩০০৩) এর সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমের যাত্রীরা রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করান। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর